বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক ও জয়নগর গাজীবাড়ী জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারী নূর মোহাম্মদ বার্ধক্যজনিত কারনে গতকাল রবিবার রাত ১২ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৪ কন্য সহ বহু গুনগ্রাহি রেখে গেছেন। গতকাল সোমবার জোহর নামাজবাদ জয়নগর মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান তার বড় পুত্র মাওঃ সাইফুলাহ। এসময় উপস্থিত ছিলেন জয়নগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কাশিমাড়ী তালিমুল কুরআন মডেল হেফজখানার প্রতিষ্ঠাতা আবু উমায়ের মোহাম্মদ গোলাম বারী, কাশিমাড়ী নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, অধ্যক্ষ মাওঃ আব্দুল মুহিদ, প্রফেসর আব্দুল জলিল, গাজী আব্দুর রউফ, মাওঃ তৈবুর রহমান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।