বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩৫১ রান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: স্বাগতিক পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন ছিলো গতকাল বৃহস্পতিবার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই টেস্টে এদিন ৩ উইকেটে ২২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অজিরা। ফলে প্রথম ইনিংসে ১২৩ রানে পিছিয়ে থাকা পাকিস্তানের এই টেস্ট জিততে করতে হবে ৩৫১ রান। বিনা উইকেটে ১১ রান নিয়ে এই খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার দারুণ খেলতে থাকেন, উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৯৬ রান। ব্যক্তিগত ৫১ রানে শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। এরপর দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশানেকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন খাজা। ব্যক্তিগত ৩৬ রানে বিদায় নেন লাবুশানেও। সুবিধা করতে পারেননি স্টিভ স্মিথ। ১৭ রান করে নোমান আলীর শিকার হন তিনি। তবে অটল থাকেন খাজা, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ শতক। অস্ট্রেলিয়ার স্কোর যখন ৩ উইকেটে ২২৭, তখনই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। খাজা ১৭৮ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। ট্রাভিস হেড অপরাজিত থাকেন ১১ রানে। এরই মধ্যে রান তাড়া করতে নেমে গেছে পাকিস্তান। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। আব্দুল­াহ শফিক ৪ ও ইমাম-উল-হক ৩ রানে ব্যাট করছেন। চতুর্থ ইনিংসে পাকিস্তান কমপক্ষে ১২১ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। উলে­খ্য যে, দুদলের মধ্যকার প্রথম দুই টেস্টই ড্র হয়েছে। তাই এই টেস্টে বিজয়ীদের হাতেই উঠবে ‘বেনো-কাদির ট্রফি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com