বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

জয়ের রেকর্ড ধরে রাখতে চায় ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: ঘরের মাঠে কখনো না হারার রেকর্ড অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে ভারত। অন্যদিকে ভারতের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নিতে মরিয়া নিউজিল্যান্ড। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় হায়দারাবাদে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১৯৮৮ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে ভারত। এ পর্যন্ত সব মিলিয়ে ৬টি সিরিজ খেলে সবগুলোই জিতেছে স্বাগতিক ইন্ডিয়া। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। সদ্যই ঘরের মাঠে শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। শেষ ম্যাচে ৩১৭ রানের বড় ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান বিবেচনায় যা সবচেয়ে বড় ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে সেঞ্চুরি করেন ভারতের সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। প্রথমটিতে ১১৩ ও শেষটিতে অপরাজিত ১৬৬ রান করেন তিনি। ওয়ানডেতে এখন ৪৬টি সেঞ্চুরির মালিক কোহলি। ওয়ানডে ক্রিকেট ইতহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা স্বদেশি শচীন টেন্ডুলকারের চেয়ে মাত্র তিনটি শতক দূরে আছেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে সেরা পারফরমার ছিলেন কোহলি। আর বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন পেসার মোহাম্মদ সিরাজ। ৩ ইনিংসে সিরিজের সর্বোচ্চ ৯ উইকেট নেন তিনি। কোহলি ছাড়াও সিরিজে ভারতের হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। এই মুহুর্তে পুরো ভারতীয় দলই আছে দুর্দান্ত ফর্মে। উপরন্ত নিজ মাঠে খেলছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষেও সতীর্থদের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তিন বিভাগেই সতীর্থরা ভালো করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখে সিরিজ জিততে পারবো আমরা।’ অন্যদিকে, বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে এসেছে নিউজিল্যান্ড। যা ছিল পাকিস্তানের মাটিতে তিন ওয়ানডে সিরিজে কিউইদের প্রথম সিরিজ জয়। ভারতের বিপক্ষে সিরিজে খেলবেন না দলের সেরা দুই ক্রিকেটার অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি। আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিবেন উইলিয়ামসন-সাউদি। সিরিজে দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। তবে পাকিস্তানের মাটিতে প্রথম সিরিজ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড দল। সিরিজ নিয়ে লাথাম বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা। ভারতকে আটকাতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে।’ এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৩বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৫৫টিতে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। ১টি ম্যাচ টাই হয়েছে, পরিত্যক্ত হয়েছে বাকি ৭টি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com