এফএনএস স্পোর্টস: বৃষ্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচ ভেসে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার পিঠ একরকম দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচ তাই তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসানদের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভাবছে না তারা। লুঙ্গি এনগিডি মনে করছেন, কাক্সিক্ষত লক্ষ্য পূরণে তাদের জন্য সবচেয়ে সহায়ক হতে পারে দলের পেস আক্রমণ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচটি। নেদারল্যান্ডসকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের সঙ্গে। প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও ফল না পাওয়ার হতাশা সঙ্গী দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। তা একপাশে রেখে নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনগিডি বললেন, নিজেদের শক্তির জায়গা দিয়েই আক্রমণ করবেন তারা। “আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও আমাদের শক্তির জায়গা ধরে এগোব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব। যেটি হলো পেস। নির্ভর করছে তারা কীভাবে এটি সামাল দেয়। আজ বৃহস্পতিবার এটি দেখব। মূলকথা, আমরা যে জায়গায় ভালো, সেটি নিয়েই এগোব।” গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সংস্করণ ভিন্ন হলেও সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং থেকে ধারণা নিয়েছেন এনগিডি। তাই শুরুতেই টপ অর্ডারকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার লক্ষ্য এ ডানহাতি পেসারের। “শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। আমরা এ বিষয়ে অবগত আছি। তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। যেটা হতে পারে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে। তাদেরকে যত কমে সম্ভব থামানোর চেষ্টা করব।”