ঝাউডাঙ্গা প্রতিনিধি : ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র শিবিরের থানা শাখার সভাপতি আকবর হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের বায়তুল মাল সম্পাদক আরিফ হোসেন, ঝাউডাঙ্গা শিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম, হাফেজ সাইফুল্লাহ, আব্দুল আজিজ ও আসাদুর রহমান। আলোচনা সভা শেষে ঝাউডাঙ্গা ইউনিয়নের শিবিরের শতাধিক নেতা কর্মীদের উপস্থিতে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।