ঝাউডাঙ্গা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের শিশু শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাথরঘাটা প্রি—ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও মরহুম রওশন আলী বৃত্তি উৎসব— ২০২৪ প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে অত্র স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম শিপলুর সভাপতিত্বে অভিভাবক সদস্য হিসাবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইকরামুল হোসেন, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, প্রভাষক জহিরুল ইসলাম, পাথরঘাটা প্রিক্যাডেট স্কুরের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে আব্দুল ওহাব, সিরাজুল ইসলাম,নাজমুল হোসাইন, আব্দুর রহমান, সাথী ম্যাম। অনুষ্ঠান শেষে প্রতিটি শ্রেণীর বার্ষিক ফলাফল প্রকাশ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট উপহার দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম শিপলু।