বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি\ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গার প্রধান সড়ক এখন দীর্ঘ যানজট আর ভোগান্তিতে শীর্ষে অবস্থান ও জনগনের অসচেতনতাকে দায়ী করছে বলে অভিযোগ উঠেছে। আর এ বিষয় নিয়ে জনগন দুষছে উক্ত সড়ক নির্মান প্রতিষ্ঠানের অব্যবস্থাপনাকে। বিশেষ করে সকালে অফিস আওয়ার,স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা, ক্লাস ইত্যাদি কারনে এ সময় ভীষন ভীড় লক্ষ্য করা যায়। কিন্তু সড়ক নির্মান প্রতিষ্ঠনের লোকজনদের ব্যবস্থা গ্রহনের তেমন কোন উদ্দ্যোগ লক্ষ্য করা যায় না বলে ভুক্ত ভোগী জন সাধারন অভিযোগ তুলেছে।এ ছাড়া কৃষকের কাঁচা মাল,পচনশীল দ্রব্য মাছ, পেয়াজ সহ অন্যান্য দ্রব্য যথা সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে ভীষন বেগ পেতে হচ্ছে।আর ইমারর্জেন্সী রোগীর কথাই তো বলা বাহুল্য। সব কিছু মিলিয়ে ঝাউডাঙ্গার সড়ক এখন যানজট আর ভোগান্তিতে ভর্।া তাই সাধারন ভুক্তভোগির আশা যথাযথ কতৃপক্ষ বিষয়টি দেখভাল করবেন।