বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা সদরেরঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের উদ্দে্যাগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার সকাল ১০টায় অত্র কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে এক বণার্ঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালীটি বিভিন্ন এলাকা প্রদক্ষীন শেষে ঝাউডাঙ্গা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।এ সময় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সম্পর্কে প্রধান আলোচক হিসাবে সংক্ষিপ্ত আলোচনা করেন অধ্যক্ষ খলিলুর রহমান। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন সহ. অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহ. অধ্যাপক জেসমিন নাহার, সহ. অধ্যাপক কনক কুমার ঘোস, সহ. অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ. অধ্যাপক অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ. অধ্যাপক বাবু বিশ্বজিৎ কুমার, সহ. অধ্যাপক শওকাত আলি বাবু, প্রভাষক আবু হেলাল, প্রভাষক প্রভাষক রাশেদ রেজা তরুন, প্রভাষক মাসুদ হোসেন, প্রভাষক লিটন হোসেন সহ অন্যান্য শিক্ষক কর্মচারী।