বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে মা সমাবেম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় অত্র কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ.অধ্যাপক পরিমল কুমার ঘোস, সহ.অধ্যাপক জেসমিন নাহার, সহ.অধ্যাপক আনারুল ইসলাম, আব্দুল মান্নান। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ.অধ্যাপক মোল্লা কামাল হোসেন, সহ.অধ্যাপক শওকত আলী, রাশেদ রেজা তরুন, মাও. মতিউর রহমান, প্রভাষক আবু সাইদ, আবু হেলাল, রাজু আহম্মেদ, রাজু আহম্মেদ সবুজ সহ অন্যান্য শিক্ষক কর্মচারী, শিক্ষাথী অভিভাবক মন্ডলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ.অধ্যাপক আনারুল ইসলাম।