বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের উদ্দ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে গত কাল শনবিার সকাল সাড়ে ১০টায় অত্র কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে কলেজের হল রুমে বক্তব্য রাখেন উপধাক্ষ্য ড.গোপাল চন্দ্র সরদার, সহ.অধ্যাপক পরিমল কুমার ঘোষ ,সহ.অধ্যাপক জেসমিন নাহার,সহ.অধ্যাপক আব্দুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ.অধ্যাপক আলমঙ্গীর হোসেন, সহ.অধ্যাপক দেবাশিষ,সহ.অধ্যাপক বখতিয়ার রহমান, সহ. অধ্যাপক নাছিমা খাতুন, সহ.অধ্যাপক সাকোয়াৎ হোসেন, সহ.অধ্যাপক অহিদুল ইসলাম সহ অন্যন্য শিক্ষক কর্মচারী গন। এ সময় বক্তরা মহান বিজয় দিবসের নানা তাৎপর্য তুলে ধরেন। মহান বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন কারী ছাত্র ছাত্রীদের মাঝে নানা পুরুষ্কার তুলে দেন অধ্যক্ষ খলিলুর রহমান। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রভাষক মাওঃ মিজানুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহ.অধ্যাপক অহিদুল ইসলাম।