বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝাউডাঙ্গা কলেজে সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।এ ্্্্্্্্্্্্্্্উপলক্ষে গত কাল উক্ত কলেজ ক্যাম্পাসে সকাল সাড়ে ১০ টায় এ পূজা উদযাপিত হয়। পূজা উদযাপন কমিটির আহবায়ক রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহ.অধ্যাপক পরিমল কুমার ঘোষের সভপতিত্বে অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, সহ.অধ্যাপক কনক কুমার ঘোষ,সহ.অধ্যাপক মৃনাল কান্তী ,সহ.অধ্যাপক পরমেশ কুমার ঘরামি,সহ.অধ্যাপক ননী গোপাল,সহ.অধ্যা.বিশ্বজিত মন্ডল, প্রভাষক শান্তানু কুমার ঘোস,প্রভাষক দেবাশিষ কুমার ,প্রভাষক মহাদেব কুমার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।