ঝাউডাঙ্গা প্রতিনিধি \ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান, আনারুল ইসলাম সহ সকল শিক্ষকমন্ডলী এবং সকল ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সকল প্রামাণ্য ভিডিওচিত্রর অংশ বিশেষ প্রদর্শিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ মতিউর রহমান।