বিশেষ প্রতিনিধি (সাতক্ষীরা সদর) \ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ঝাউডাঙ্গা ্উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে।এডহক কমিটি গঠন উপলক্ষ্যে ঝাউডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম গত ১—৩—২৫তারিখ এডহক কমিটির সভাপতি হিসাবে অধ্যক্ষ খলিলুর রহমান বোর্ড কতৃর্ক মনোনীত,জেলা শিক্ষা কর্মকর্তা কতৃর্ক মনোনীত সাধারন শিক্ষক সদস্য জাহাঙ্গীর হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ক মনোনীত অভিভাবক সদস্য রফিকুল ইসলামও পদাধিকার সূত্রে সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম যাহা যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান তা অনুমোদন করেন।অপর দিকে ঝাউডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডহক কমিটি গঠনের লক্ষ্যে ২৬—০২—২০২৫ তারিখ সভাপতি হিসাবে অধ্যক্ষ খলিলুর রহমান বোর্ড কতৃর্ক মনোনীত, জেলা শিক্ষা কর্মকর্তা কতৃর্ক মনোনীত সাধারন শিক্ষক সদস্য হিসাবে নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ত মনোনীতঅভিভাবক সদস্য তানভীর হোসেনএবং পদাধিকার সূত্রে প্রধান শিক্ষ সদস্য সচিব হিসাবে এডহক কমিটি গঠনের লক্ষ্যে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি শাখায় আবেদন করলে তা অনুরুপ ভাবে গৃহীত ও অনুমোদন করা হয়। উক্ত কমিটি ০৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করার জন্য বোর্ড কতৃর্ক চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।