রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস: হরিনাকুন্ডু উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলতাফ হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল রোববার সকালে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, বেড়বিন্নি গ্রামের শহিদুল ইসলাম ও শেখপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে পূর্ববিরোধ ছিল। গত সপ্তাহে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু ও বকুলকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে গতকাল রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত ১১ জন। তিনি জানান, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শহিদুলের সমর্থক আলতাফ হোসেন মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com