শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

টংয়ের বদলি ইংল্যান্ড দলে জর্ডান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আরেকজন পেসারকে হারাল ইংল্যান্ড। জন টার্নারের পর এবার চোটের কারণে ছিটকে গেলেন জশ টং। ২৫ বছর বয়সী এই পেসারের বদলি হিসেবে অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডানকে দলে যোগ করেছে ইংল্যান্ড। আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলা টং সাদা-বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ছিলেন। কিউইদের সঙ্গে চার টি-টোয়েন্টির সিরিজ দিয়ে তার সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াল চোট। তার চোটের ধরন নিয়ে ইংল্যান্ড দলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, হাতের পেশির চোটে ভুগছেন টং। দা হান্ড্রেডের বাকি অংশে ম্যানচেস্টার অরিজিনালসের প্রতিনিধিত্ব করতে পারবেন না তিনি। শনিবার ওভালে এলিমিনেটর ম্যাচে সাউদার্ন ব্রেভের মুখোমুখি হবে ম্যানচেস্টার অরিজিনালস। গত মার্চে বাংলাদেশ সফরে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন জর্ডান। ৩৪ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত দেশের হয়ে এই সংস্করণে ৮৭ ম্যাচ খেলে নিয়েছেন ৯৬ উইকেট। আগামী বুধবার চেস্টার-লি-স্ট্রিটে শুরু ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ১, ৩ ও ৫ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com