বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, নিহত ২৮ ভবদহ সমাধানে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণকর পথেই হাঁটবো -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা মথুরেশপুর তাঁতি দলের কমিটি পূর্ববর্তী প্রস্তুতি সভা দেবহাটার বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালাম আহত সাংবাদিক কামরুজ্জামান গুরুতর আহত \ দৃষ্টিপাত পরিবারের সুস্থতা কামনা সাতক্ষীরা ওয়ার্কার্সপাটির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের ইন্তেকাল \ সর্বস্তরে শোকের ছায়া শ্যামনগরে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮ পিচ দেশীয় অস্ত্র উদ্ধর শ্যামনগরে জলবায়ু মেলা অনুষ্ঠিত তালায় সরকারি কাজে বাঁধা ও প্রকৌশলীকে মারপিট \ সাংবাদিকের দশ দিনের জেল সক্রিয় চোর চক্রের এক সদস্য আটক

টম কারানের নৈপুণ্যে ওভাল ইনভিন্সিবলস চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: ৩৬ বল শেষে ওভাল ইনভিন্সিবলসের রান ৩৪। বিদায় হয়ে গেছে তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যান। শিরোপার সুবাসটা হয়তো পেতে শুরু করেছিল ম্যানচেস্টার অরিজিনালস। কিন্তু চরম বিপর্যয়ের মধ্যেই সাত নম্বরে নেমে দুর্দান্ত পাল্টা আক্রমণ করলেন টম কারান। স্মরণীয় এক জুটি উপহার দিলেন তিনি জিমি নিশামকে নিয়ে। এরপর বল হাতেও কারান দারুণ আঁটসাঁট। শুরুর সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পেল ওভাল। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দা হান্ড্রেড-এর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস। লর্ডসে রোববার ফাইনালে তারা ১৪ রানে হারায় ম্যানচেস্টার অরিজিনালসকে। ৩৪ রানে ৫ উইকেট হারানো ওভাল শেষ পর্যন্ত ১০০ বলে তোলে ১৬১ রান। ছয়ে নেমে নিশাম অপরাজিত থাকেন ৩৩ বলে ৫৭ রান করে। সাতে নেমে ৫ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৬৭ রান করেন টম কারান। রান তাড়ায় জস বাটলারের ম্যানচেস্টার আটকে যায় ১৪৭ রানে। ব্যাট হাতে ঝড় তোলা টম কারান বোলিংয়ে ২০ বলে ¯্রফে ২৫ রান দিয়ে ফিল সল্টের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন। ম্যান অব দা ফাইনাল তিনিই। টুর্নামেন্টজুড়ে সবচেয়ে ধারাবাহিক দল ওভাল ফাইনালে টস হেরে ব্যাটিং নেমে বিপদে পড়ে যায়। ম্যাচের তৃতীয় বলেই হারায় তারা জেসন রয়কে। এরপর পল স্টার্লিং, স্যাম কারান, উইল জ্যাকস ও স্যাম বিলিংস বিদায় নেন দ্রæত। নিশাম ও টম কারানের প্রতিআক্রমণ শুরু সেখান থেকেই। ম্যানচেস্টারের পাকিস্তানি পেসার জামান খানকে দুটি চার মেরে শুরুটা করেন নিশাম। একটু পর জেমি ওভারটনকে ছক্কায় ওড়ান টম কারান। ইনিংসের ৫৫ বলের পর থেকে দুজনের ব্যাটই হয়ে ওঠে উত্তাল। চার-ছক্কা আসতে থাকে নিয়মিতই। ২৬ বলে ফিফটি করে ফেলেন কারান, ২৯ বলে নিশাম। টম কারান ইনিংস শেষ করেন শেষ বলে ছক্কায়। ৩৪ রানে ৫ উইকেট হারানো দল আর কোনো উইকেটই হারায়নি। নিশাম ও টম কারানের জুটিতে ৬৫ বলে আসে ১২৭ রান! রান তাড়ায় ম্যানচেস্টারকে আগ্রাসী সূচনা এনে দেন ফিল সল্ট। ১৬ বলে ২৫ রান করা এই ওপেনারকে থামান সেই টম কারান। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ব্যাট করা বাটলার ফাইনালে একদম মিইয়ে থাকেন। ম্যানচেস্টার অধিনায়ক ১৫ বল খেলে করতে পারেন ¯্রফে ১১ রান। ফাইনালে ব্যর্থতার পর ১০ ইনিংসে ১৪৫.৩৫ স্ট্রাইক রেটে ৩৯১ রান নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন বাটলার। আসরে আড়াইশ রানও করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। তিনে নেমে ম্যাক্স হোল্ডেন চেষ্টা করেন দলকে ম্যাচে ফেরাতে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনিও (২৫ বলে ৩৭)। এরপর ওয়েন ম্যাডসেন, লরি ইভান্স, পল ওয়াল্টার দ্রæত বিদায় নিলে ম্যানচেস্টার লড়াই থেকে ছিটকে পড়ে। শেষ দিকে জেমি ওভারটন ১৯ বলে ২৮ ও টম হার্টলি ৮ বলে ১৬ রান করে কিছুটা উত্তেজনা ফেরান বটে। তবে জয়ের বাস্তব সম্ভাবনা সেভাবে জাগাতে পারেননি। এই নিয়ে হান্ড্রেড-এর তিন আসরে শিরোপা জিতল তিন দল। আগের দুবার চ্যাম্পিয়ন হয়েছিল সাউদার্ন ব্রেভ ও ট্রেন্ট রকেটস। ম্যানচেস্টার ফাইনালে হেরে গেল টানা দুবার। একই দিন একই মাঠে মেয়েদের দা হান্ড্রেড-এর ফাইনালে নর্দান সুপারচার্জার্সকে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ব্রেভ। আগের দুই আসরে ওভাল ইনভিন্সিবলসের কাছে ফাইনালে হারের পর এবার তারা শিরোপার স্বাদ পেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com