বিশেষ প্রতিনিধি \ টর্নেডোয় নিখোঁজ বাংলাদেশি জেলে রুহুল আমিন এর মরদেহ ভেসে উঠল ভারত কালিন্দী নদীর পাড়ে। মরদেহটি শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সামনের চরে পড়েছিল। বিষয়টি শমসেরনগর বিএসএফ সদস্যরা বাংলাদেশ বিজিবিকে নিশ্চিত করেন। বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নিখোঁজ হওয়া ব্যাক্তির লাশ দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তুু ভারত সিমান্তের বিএসএফ আইনি প্রতিক্রিয়ার অবসান ঘটিয়ে অনুমতি/মতামত প্রদানের অপেক্ষায় থাকতেই ততক্ষণে নদীতে জোয়ার চলে আসে যার কারণে মরদেহটি পুনরায় নদীতে ভেসে চলে যায় এবং এখনো পর্যন্ত মরদেহটির কোন সন্ধান মেলেনি। স্থানীয় জনগণকে সাথে নিয়ে মরদেহটি উদ্ধার কাজে এখনো পর্যন্ত নিয়োজিত আছেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, নৌপুলিশ ও ভারতীয় বিএসএফ সদস্যরা। উল্লেখ্য গত বৃহস্পতিবার কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়ার পর হঠাৎ টর্নেডোর তান্ডবে নৌকাসহ রুহুল আমিন নদীতে তলিয়ে যায়। রুহুল আমিন শ্যামনগর উপজেলার পুর্ব কৈখালী গ্রামের মৃত রমজান আলী গাজীর পুত্র।