শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

টাইগারদের সঙ্গে যোগ দিলেন হাথুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: গত পরশুই ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর ঐদিন বিশ্রাম কাটিয়ে বৃহস্পতিবারেই তাকে দেখা গিয়েছে টাইগারদের চলমান স্কিল ক্যাম্পে। এ সময় তাকে ক্যাম্পে অনুশীলন করতে থাকা খেলোয়াড় ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে দেখা যায়। শিষ্যদের স্কিল ক্যাম্পে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিতেও দেখা যায় তাকে। এদিন বিসিবি কার্যালয়ে টাইগার নির্বাচকদের সঙ্গে বৈঠকও করেছেন টাইগার হেড কোচ। বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন হাথুরুসিংহে। তবে এদিন তিনি একা আসেননি। সঙ্গে করে মাঠে নিয়ে এসেছিলেন তার বড় ছেলে চাইক হাথুরুসিংহেকে। হাথুরু তার ছেলেকে পুরো মাঠ ঘুরিয়ে ক্রিকেটারদের অনুশীলন দেখান। এরপর মাঠে থাকা তাদের স্বদেশী কিউরেটর গামিনি ডি সিলভা ও নারী দলের কোচ হাসান তিলকারতেœর সঙ্গেও খোশ গল্প করতে দেখা যায় পিতা-পুত্রকে। এরপর চাইক যান বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। পরে অবশ্য হাথুরুর ছেলের ভ্রমণের বিষয়ে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তিনি শুধু ঘুরতেই এসেছেন তার বাবার সঙ্গে। এদিকে মিরপুরে গত ৮ আগস্ট থেকেই চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। এ ক্যাম্পে হাথুরু গত বৃহস্পতিবার যোগ দিলেও গত দুই দিন ধরে দলের স্পিনারদের নিয়ে কাজ করছেন রঙ্গনা হেরাথ। ব্যাটার ও ফিল্ডারদের নিয়ে কাজ করছেন টাইগার সহকারী কোচ নিক পোথাস এবং ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট। তারা গত তিন দিন ধরেই নতুন নতুন কৌশলে টাইগারদের অনুশীলন করিয়ে যাচ্ছে। চলমান এই ক্যাম্প থেকেই আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ। আর এশিয়া কাপের দলের সঙ্গে আসন্ন বিশ্বকাপেরও প্রাথমিক দল নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তবে অধিনায়কের পদ শূন্য থাকায় এ প্রক্রিয়াতে বেশি সময় ব্যয় হচ্ছে। তবে হাথুরু যখন এসে পড়েছে খুব শিগিগরই অধিনায়ক নির্বাচন ও দল ঘোষণা হবে যাবে। তবে এশিয়া কাপের দল ঘোষণা করতে হবে আজ শনিবারের ভেতরই মানে ১২ আগস্টের মধ্যে। এর আগে গেল ৮ আগস্ট বিসিবির জরুরি সভার পর জানা গিয়েছিল টাইগারদের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com