দেবহাটা অফিস \ দেবহাটার ইতিহাস খ্যাত টাউনশ্রীপুর বাজার সংলগ্ন এলাকায় জেলা পরিষদের বিশালাকৃতির গাছটি কাটার উৎসব চলছে। এ বিষয়ে স্থানীয় জনসাধারন জেলা পরিষদকে অবিহত করলেও দায়ীদের বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহন করেনি বিধায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল সরেজমিন পরিদর্শনে দেখা গেছে বৃক্ষটির সব ডাল পালা কেটে ফেলা হয়েছে। সরকারি গাছটি না কাটলে সীমানা বর্ধিত করে প্রাচীর নির্মান করতে পারছেন না, আর এমনই লোলুপ দৃষ্টি পড়েছে স্থানীয় লাল্টু পরিবারের। এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম দৃষ্টিপাতকে জানান গাছ কেটে ফেলা ডাল পালা জেলা পরিষদের নিয়ন্ত্রনে রাখা হয়েছে এবং গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাবাসি বিস্মিত, সেই ক্ষোভে ক্ষুব্ধ, গাছটি কাটা মাঝ পথে বন্ধ হলেও গাছটি বাঁচানো যাবে কিনা সেটাই প্রশ্ন? দীর্ঘ বছরের গাছটির প্রতি এলাকাবাসির দরদ কম নয় যে কারনেব পুরো এলাকায় ক্ষোভের সঞ্চার ঘটেছে।