এফএনএস: টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলার বেড়বাড়ী, সকাল ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ট্রাকচাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পেঁৗছালে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। এদিকে সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছ আনতে যাচ্ছিলেন আবু বকর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী। পথে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।