এফএনএস: টাঙ্গাইলের সখিপুরে আব্দুস সালাম মিয়া (৪৮) নামের এক মুদি দোকানিকে গলা কেটে হত্যার পর লাশ লেবুর বাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুস সালাম মিয়া উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদির দোকান করতেন। স্থানীয়রা ও পুলিশ সদস্যরা জানান, আব্দুস সালাম গত বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা সারা রাত খেঁাজাখুঁজি করেন। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘আমার স্বামী তার দোকান বন্ধ বাড়িতে ফিরছিলেন। এ অবস্থায় তিনি নিখেঁাজ হয়। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খেঁাজাখুঁজি করেও তাকে পাইনি। এক পর্যায়ে সকালে বাড়ির পাশে লেবু বাগানে লাশ দেখতে পাই। আমার স্বামীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। আমার হত্যার বিচার চাই। সখিপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।