রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

টানা চার শিরোপায় ইতিহাস গড়ল কিংস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের হাতে এখনো তিন ম্যাচ রয়েছে। এরইমধ্যে গত শুক্রবার ঢাকায় তাদের নিজেদের ভেন্যুতে চ্যাম্পিয়নের উৎসবটা করেই ফেলল। বসুন্ধরা আবাসিক এলাকায় কিংস এরেনায় ৬-৪ গোলে শেখ রাসেলকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল। চার গোল করে ব্রাজিলিয়ান ডরিয়েলটন এখন লিগের শীর্ষে (১৫ গোল)। অন্য দুটি মোরসালিন ও রবসন রবিনহোর নামে। শেখ রাসেলের কেনেথ ইকেচুকু ২, সুজন বিশ্বাস ও দীপক ১টি করে গোল করেন। দুই ম্যাচ আগে পুলিশের কাছে ২-১ গোলে হেরে যাওয়া কিংস টানা চার লিগে চ্যাম্পিয়ন হওয়ার খেতাব মাথায় তুলল বসুন্ধরা কিংস। স্বাধীনতা পরবর্তী ফুটবল লিগে টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর নেই। স্বাধীনতার পর প্রথম বিভাগ লিগ এবং ৯০ দশকে চালু হওয়া প্রিমিয়ার ফুটবল এবং ২০০৬ সালে প্রবর্তন হয় পেশাদার ফুটবল লিগ তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পেশাদার লিগে আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে প্রথম বিভাগ লিগে প্রথমে আবাহনী (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন পরে মোহামেডানও (১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮) পালটা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। তবে চার বার চ্যাম্পিয়ন হওয়ার মাইলফলক কিংসের হাতে। তাদের শেষ তিন ম্যাচ রয়েছে মোহামেডান, শেখ জামাল এবং আবাহনীর বিপক্ষে। এই তিন ম্যাচ হারলেও সমস্যা নেই। উৎসব তারা করতেই পারে। কিংসের শিরোপা জয়ের পেছনে যতটা না কিংসের অবদান তার চেয়েও ঢের বেশি পিছিয়ে গিয়েছে প্রতিপক্ষ দলগুলো। আবাহনী থেকে শুরু করে অন্যান্য দল নিজেরা নিজেদের ম্যাচে পয়েন্ট হারিয়ে পিছিয়ে যায়। আর বসুন্ধরা কিংস এগিয়ে যায়। অন্যান্যের পিছিয়ে যাওয়া আর কিংসের এগিয়ে যাওয়ার ফসলই আজ তারা লিগ শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন। শেখ রাসেলকে হারিয়ে কিংসের খেলোয়াড় কোচ কর্মকর্তারা নতুন জার্সি গায়ে জড়ালেন। কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রæজন সংবাদ মাধ্যমকে জানালেন এত দূর এগিয়ে আসতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে। প্রতিপক্ষ দলগুলো কেন ভালো করতে পারেনি সেটি তাদের হিসেব। কারণ নিজেদের ঘর সামাল দিতে গিয়ে ইনজুরি সমস্যায় ভুগতে হয়েছে। একটানা খেলতে হয়েছে। ফুটবলাররা ক্লান্ত ছিল। প্রচুর জার্নি করতে হয়েছে ঢাকার বাইরে। জাতীয় দলের খেলা ছিল।’ লিগ চ্যাম্পিয়ন হওয়া কিংস এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলবে। সেখানে কতটা ভালো করতে পারে, সেই চ্যালেঞ্জ নিয়েই নতুন পরিকল্পনা কিংসের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com