শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

টানা দ্বিতীয় জয় পেলো আর্সেনাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। প্যালেসের মাঠ সেলহর্স্ট পার্কে আর্সেনালের একমাত্র গোলটা এসেছে পেনাল্টির কল্যাণে। গোলদাতা মার্টিন ওডেগার্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড পেতে পারতো গানাররা। কাই হাভার্টজের পাস থেকে বল পেয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। কিন্তু শট নিতেই দেরি করেছিলেন এই ব্রাজিলিয়ান। গোলটা তাই আর পাওয়া হয়নি আর্সেনালের। প্রথমার্ধের বাকি সময়টা প্যালেসই আধিপত্য বজায় রেখে খেলেছে। অ্যারন রামসডেল আর বেন হোয়াইটের কল্যাণে গোল হজম করতে হয়নি তাদের। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্সেনাল। এডি এনকেটিয়াহকে ফাউল করেন প্যালেস গোলরক্ষক। স্পটকিকে গোল করেন ওডেগার্ড। ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের তাকেহিরো তোমিয়াসু। তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে আর্সেনাল ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠেছে। গোল পার্থক্যে গানাররা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও ম্যানসিটির পরে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com