দেবহাটা অফিস \ সাতক্ষীরার ঐতিহ্যবাহী কুলিয়ার টিকেট বন্ধু মহলের আয়োজনে বাৎসরিক কালিপূজায় উপস্থিত হন দেবহাটা উপজেলা প্রাক্তন চেয়ারম্যান আ’লীগ নেতা বিশিষ্ট আইনজীবী এ্যাড: স,ম গোলাম মোস্তফা। জেলার অন্যতম বৃহৎ এই ধর্মীয় আয়োজনে গতকাল সন্ধ্যায় এ্যাড. স,ম গোলাম মোস্তফা দলীয় নেতাকর্মী সহ জন প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হলে আয়োজক কর্তৃপক্ষ সহ এলাকাবাসি স্বাগত জানান, তিনি দীর্ঘসময় অবস্থান করেন এবং আগতদের সাথে মত বিনিময় করেন, এসময় অন্যান্যদের মধ্যে সফরসঙ্গী হন কুলিয়া আ’লীগ সম্পাদক বিধান বর্মন, আশুতোষ সরদার, দিলীপ প্রভাষ চন্দমন্ডল মেম্বর, মনজুর রহমান, রঞ্জন, প্রধান অতিথি বলেন বাংলাদেশ স¤প্রীতির দেশ, আমরা সকলেই মানুষ, সংখালঘু বা সংখ্যা গুরু নই, তিনি অতীতের ন্যায় বর্তমানে এবং ভবিষ্যতেও সব ধর্মের মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। পরিদর্শন ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বন্ধু মহল ক্লাবের সভাপতি অজয় মন্ডল।