শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

টিভি চ্যানেল খুলবে বিসিবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিইরজ বাংলাদেশের মানুষ টিভির পর্দায় সরাসরি দেখতে পারছেন না। বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেল এই সিরিজের স¤প্রচার স্বত্ত¡ নেয়নি। অবশেষে আইসিসি টিভির কল্যাণে অনলাইনে বিনামূল্যে দেখা যাচ্ছে খেলা। তবে সেটি টিভির মতো সকল ক্রিকেটপ্রেমীর কাছে সহজলভ্য নয়। শুধু এবারই প্রথম নয়, বিদেশের মাটিতে বাংলাদেষের প্রায় সকল সিইরজের স¤প্রচার নিয়েই ঝামেলা রয়ে যায় সবসময়। টাইগারদের খেলা দেখা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের হতাশাও থাকে সবসময়। এবার দেশের বাইরে টাইগারদের সিরিজ স¤প্রচার নিয়ে ঝামেলার অবসান ঘটাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের টিভি চ্যানেল খুলতে চায় বিসিবি, যে চ্যানেলে দেখা যাবে টাইগারদের সকল খেলা। গত শুক্রবার আইরিশদের বিপ[অক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের আগেই নিজস্ব চ্যানেল খোলা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন বলেন, ‘একবার-দুবার হয়েছে (বাংলাদেশের ম্যাচ নিয়ে টিভি চ্যানেলগুলোর অনাগ্রহ), আমরা তো আর তৃতীয়বারের জন্য অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি আগ্রহ না দেখায়, কোনো উপায় না থাকলে বিসিবি থেকেই চ্যানেল চালু করব। যেখানে আমাদের যত খেলা থাকবে, সবগুলোই খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ-সব।’ বিসিবি বস আরও বলেন, ‘স¤প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরা খেলা দেখুক। তারাই এটার চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমাদের পক্ষ থেকে তেমন কিছু করার থাকে না। টিভি স্বত্ত¡ তো কিনতে হবে বাংলাদেশের কোনো চ্যানেলকে। যদি তারা না কেনে এবং ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’ বিসিবি সভাপতি আরও জানান, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটো অপশন আছে। ইউটিউবে খেলা দেখানো কিংবা নিজেদের টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন আবেদন করি, তখন সবাই বলবে আমরা খেলা দেখাবো। অথচ চলমান সিরিজেও তাদের কেউ আগ্রহ দেখায়নি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com