রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: পরপর টানা তিন ম্যাচে ‘গোল্ডেন ডাক’, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বসেরা ব্যাটারের! বলছিলাম ভারতের ব্যাটার সূর্যকুমার যাদবের কথা। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরপর তিন ম্যাচে উইকেটে নেমে প্রথম বলেই ফিরেছেন সাজঘরে। আর তাতেই গড়েছেন লজ্জাজনক এক রেকর্ড। এর আগে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে ভারত জয় তুলে নিলেও ওয়ানডে সিরিজে এসে ক্যামন যেন অসহায় আত্মসমর্পণ করে বসে স্বাগতিকরা। এতে করে ২-১ ব্যবধানে হেরে যায় ওয়ানডে সিরিজ। আর এ সিরিজেই লজ্জার এ রেকর্ড গড়েন সূর্যকুমার। তিনি সিরিজের প্রথম দুই ম্যাচে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। আর তৃতীয় ও শেষ ম্যাচে স্পিনার অ্যাশটন অ্যাগারের বলে হয়েছেন বোল্ড। প্রতি ম্যাচেই তিনি ফিরেছেন প্রথম বলেই। এদিকে ওয়ানডের ইতিহাসে দ্বিপক্ষীয় সিরিজে তিন বার শূন্য রানে আউট হওয়ার এটি ১৩তম ঘটনা। তবে ভারতীয়দের মধ্যে সূর্যকুমারই প্রথম। এ ছাড়া একাধিক সিরিজ ও টুর্নামেন্ট মিলিয়ে টানা তিনটি ডাক আছে আরো পাঁচ ভারতীয়র। যাদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে আছেন শচীন টেন্ডুলকার (১৯৯৪)। ১৯৯৪ সালে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার পর টানা তিন ওয়ানডেতে ডাক মেরেছিলেন তিনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আর পরের দুই ম্যাচে শচীন ডাক মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এ ছাড়া অন্যরা হচ্ছেন অনিল কুম্বলে (১৯৯৬), জহির খান (২০০৩-০৪), ইশান্ত শর্মা (২০১০-১১), জসপ্রিত বুমরাহ (২০১৭-১৮)। অন্যদিকে সূর্যকুমারের এ টানা ব্যর্থতায় চটেছেন ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক সাবা করিম। এক গণমাধ্যমে সাবা বলেন, ‘সূর্যকে শ্রেয়াসের বিকল্প হিসেবে ভেবেছিল ম্যানেজমেন্ট। কিন্তু সূর্য রান করতে পারেনি। আমি নিশ্চিত, শ্রেয়াস চোট সারিয়ে ফিরলে ওকে আবার ৪ নম্বরে খেলানো হবে। কারণ, ঐ জায়গায় শ্রেয়াস ভালো খেলেছে। কিন্তু সূর্য এই পরিস্থিতিতে একটা রহস্যের মতো। কেন ও রান পাচ্ছে না কেউ বুঝতে পারছে না।’ এসময় প্রতি ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও কেন এ ব্যাটারকে দলে রাখছেন রোহিত, সেই প্রশ্নও তোলেন সাবেক এ নির্বাচক। বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন সূর্যকে খেলিয়ে যাওয়া হচ্ছে? ৪ নম্বরে খেলার মতো আরো অনেক ক্রিকেটার রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com