এফএনএস স্পোর্টস: আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতে যাওয়া ওয়ানডে সিরিজে স্টিভেন স্মিথকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ল্যান্স মরিস। বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। বিশ্বকাপে নেতৃত্বে থাকা প্যাট কামিন্সকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। একইভাবে বিশ্রামে রয়েছেন মিচেল মার্শও। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের নেতৃত্বে ছিলেন। বিশ্রাম পেয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড। ওয়ানডে দল ঘোষণার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার অবসরে চলে যাওয়ায় সেখানে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে ফিরছেন স্মিভেন স্মিথ। একাদশে ফিরতে যাচ্ছেন ক্যামেরন গ্রিনও। বিকল্প হিসেবে ম্যাট রেনশকেও রাখা হয়েছে। মূলত আগ্রহের কারণেই টেস্ট স্কোয়াডে ওপেনিং করবেন স্মিথ। দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘যতটুকু জানি তার ক্যারিয়ারে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা বেছে নেওয়ার জন্য সে ভীষণ আগ্রহী ছিল। আমরা অত বেশি দূরে তাকাতে চাই নাৃ স্মিথ মূলত এখানেই থাকতে চায়।’ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৭ জানুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনেশ, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ, শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।