শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটকে ওয়ার্নারের বিদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম ডেভিড ওয়ার্নার। স¤প্রতি লাল বলের ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই ব্যাটার। বয়স আর ফিটনেসের কারণে আপাতত শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান ওয়ার্নার। আসন্ন গ্রীষ্মে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার কথা জানালেন এই অজি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চান ওয়ার্নার। তিনি বলেন, ‘আপনাকে রান করার মধ্যেই থাকতে হবে। আমি সবসময় বলে এসেছি ২০২৪ বিশ্বকাপেই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এমনটাই সম্ভবত নিজের এবং পরিবারের কাছে আমার পাওনা। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ভালো খেলি, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর খেলব না।’ আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো করার ব্যাপারে বেশ সতর্ক ওয়ার্নার। তিনি আরও বলেন, ‘যদি এখানে ভালো খেলি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজ) এবং পাকিস্তান সিরিজে খেলতে পারি, তাহলে অবশ্যই আমি সেখানে শেষ করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com