এফএনএস স্পোর্টস: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে নেমে যাওয়া উইন্ডিজদের সংগ্রহ এখন ১৪ পয়েন্ট। পাঁচ ম্যাচে তাদের একটি জয়, তিনটি হার ও একটি ড্র। দুই পয়েন্ট কম নিয়েও ৭ নম্বরে আছে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের জয় একটি, হার তিনটি। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে স্বাগতিকদের। নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে ছিল ক্রেইগ ব্রেথওয়েটের দল। যার কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ছয় ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। উইন্ডিজদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশের জয়ের হার ২৫.০০ শতাংশ। বার্বাডোজে গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। গ্রেনাডায় সিরিজের তৃতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৪ মার্চ।