বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোন এর সদস্যবৃন্দ সুন্দরবন রেড দিবস উপলক্ষে জুন ২০২২ হতে আগষ্ট ২০২২ পর্যন্ত কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার সহ সুন্দরবন পশ্চিম বনবিভাগে প্রবেশ পাস বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আশা ট্যুরিস্ট সুন্দরবন ভ্রমণ করতে এসে পড়ছে ঘুর্নিপাকে। তবে ট্যুরিস্ট সুন্দরবনে ঢুকতে না পেরে ঘুরছে আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে। সেখানে ঘুরে সাধ মিটাচ্ছে সুন্দরবন ভ্রমণের। সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলম বলেন, ভ্রমণ করতে আশা ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে আমাদের সদস্যরা সর্বক্ষন আকাশ লীনা ইকো- ট্যুরিজম সেন্টারে নিয়জিত থাকেন। খুলনা সরকারি ব্রজলাল কলেজের বোটানি ডিপার্টমেন্ট, মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছাত্রীদের বনভোজন উপলক্ষে সুন্দরবন ভ্রমণ করতে আসেন শুক্রবার সকালে সাতক্ষীরা মুন্সীগঞ্জ। সুন্দরবনের প্রবেশ পাস বন্ধ থাকার কারনে এই বনভোজনের ১২০ জন ঘুরতে ঢোকেন আকাশলীনাতে। বনভোজন করতে আশা সদস্যরা প্রতিবেদকে বলেন, সুন্দরবন ভ্রমণ করতে আসছিলাম তবে সুন্দরবনের ভ্রমণ পাস বন্ধ থাকায় আমারা আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে ভ্রমণ করেছি এখানে ভ্রমণ করে অনেক আনন্দ পেয়েছি। ভ্রমণকারীরা বলেন, আকাশ লীনাতে ঘুরতে এসে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ট্যুরিস্টদের নিরাপত্তা দেওয়ায় আমারা নিরাপত্তার সাথে ভ্রমণ করতে পেরে ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশ সদস্যদের।