আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির বুধহাটায় ট্রলি দূর্ঘটনায় আড়াই বছরের আফরা’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বুধহাটা পঞ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয় মোড়ে এ ঘটনা ঘটে। আড়াই বছর বয়সের আফরা বুধহাটা পঞ্চিম পাড়ার ব্যবসায়ী জিয়ারুল ইসলামের ছোট কন্যা। স্থানীয় সূূত্রে জানা গেছে, শনিবার বেলা ১টার দিকে বেখেয়ালী আফরা বাড়ির সামনে রাস্তায় অবস্থান কালে বুধহাটা থেকে ব্যাংদহা যাওয়ার পথে বালু বোঝায় ট্রলি ঘটনাস্থানে পৌঁছালে তাকে ধাক্কা দিলে সে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিক আফরাকে সাতক্ষীরাতে নিয়ে চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে খুলনা নেওয়ার পথে বিকাল ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশু আফরার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।