স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার লাবসা এলাকা থেকে অবৈধ ভাবে আনা ট্রাক ভর্তি ভারতীয় মালামাল মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি এসব মালামাল জব্দ করে। এ ঘটনায় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড়ে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি চৌকস দল অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালকসহ চোরকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনেন। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। পরে ট্রাক থেকে ৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ২শ ৬১ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৩৫ লাখ ৯৬ হাজার ৪শত টাকা মূল্যের ৮ হাজার ৯৯১ গজ টিস্যু জর্জেট থান কাপড়, ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১০০ কেজি পোস্তদানা, ২৪ লাখ টাকা মূ্ল্েযর ৮০০ কেজি জিপসাম পাউডার, ১ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৬৩৭ কেজি সিরামিক পাউডার জব্দ করে। জব্দকৃত ট্রাকসহ অন্য্ন্যা মামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে বিজিবি জানান।