শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

ট্রাকসহ প্রায় ৯ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার লাবসা এলাকা থেকে অবৈধ ভাবে আনা ট্রাক ভর্তি ভারতীয় মালামাল মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি এসব মালামাল জব্দ করে। এ ঘটনায় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড়ে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি চৌকস দল অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালকসহ চোরকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনেন। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। পরে ট্রাক থেকে ৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ২শ ৬১ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৩৫ লাখ ৯৬ হাজার ৪শত টাকা মূল্যের ৮ হাজার ৯৯১ গজ টিস্যু জর্জেট থান কাপড়, ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১০০ কেজি পোস্তদানা, ২৪ লাখ টাকা মূ্ল্েযর ৮০০ কেজি জিপসাম পাউডার, ১ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৬৩৭ কেজি সিরামিক পাউডার জব্দ করে। জব্দকৃত ট্রাকসহ অন্য্ন্যা মামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে বিজিবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com