এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের ধাক্কায় আসাদ মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হন। একই ঘটনায় আরও তিন যাত্রী আহত হন। এই ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। পরে এই ঘটনায় নিহতের স্বজন ও বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ট্রাকচালক পালিয়ে গেছে। আসামিদের শনাক্ত করার কাজ চলছে। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’