মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে বালু ভর্তি বাংলা ট্রাকের (শ্যালো ইঞ্জিন চালিত) নিচে চাপা পড়ে মহিন গাজী (১৭) নামের এক হেলপারের করুন মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নাজিমগঞ্জ টু বসন্তপুর ওয়াপদা সড়কের মনিরুলের বালু গুদামের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চর শীতলপুর এলাকার বাসিন্দা আছানুর রহমান গাজীর পুত্র। প্রত্যেক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালু ব্যবসায়ী মনিরুল ইসলামের গুদাম থেকে অবৈধ বাংলা ট্রাকে বালু বোঝাই করে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। এ সময় মহিন চলন্ত গাড়িতে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে চাকার নিচে পড়ে যায়। এতে তার বুকের ওপর দিয়ে চাকা উঠে গেলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্তার তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।