শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

ট্রাম্পের বিচার শুরু হবে আগামী বছর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: স¤প্রতি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে আগামী বছরের মার্চে। ট্রাম্পের আইনজীবী ২০২৬ সালে বিচার শুরুর জন্য আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করে এই রায় দেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানান সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের জেলা জজ তানিয়া চুটকান স্থানীয় সময় গত সোমবার এ বিষয়ে বলেন, নির্বাচনে হস্তক্ষেপ মামলার বিচার শুরু হয়েছে। রায়ে বলা হয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে আগামী ৪ মার্চ। প্রতিবেদনে বলা হয়, রায়ের দিন ট্রাম্পের আইনজীবীরা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত আদালতে বিচার কাজ স্থগিত রাখার আবেদন করেন। কারণ হিসেবে ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়। কিন্তু বিচারক আবেদনটি প্রত্যাখ্যান করেন। প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল এ রায়ের মাধ্যমে সুপার টুয়েসডের আগের দিন ট্রাম্পের বিচার শুরুর দিন নির্ধারিত হয়। আগামী বছরের ৫ মার্চ ১২টিরও বেশি রাজ্যের ভোটাররা তাদের দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করতে ভোট দেবেন। ২০২৪ এর নির্বাচনে রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় মনোনয়ন প্রার্থী ট্রাম্প। কিন্তু মার্চে বিচার কাজ শুরু হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা বেশি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন সরকারকে প্রতারিত করার ষড়যন্ত্র এবং সরকারী কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র উল্লেখযোগ্য। যদিও ট্রাম্প নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, রিপাবলিকান সমর্থকদের মতে নির্বাচন থেকে দূরে রাখতেই ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com