এফএনএস: গাজীপুরের টঙ্গী এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদের একজনের বয়স আনুমানিক ৩০ বছর, আর শিশুটির বয়স ছয় বছরের মতো হবে। গত সোমবার রাতে টঙ্গীর বর্ণমালা রেল ক্রসিংয়ের ৩০০ গজ উত্তরের রেললাইনে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুইজনের মৃত্যু হয়। গত সোমবার রাতেই লাশ দুটি পুলিশ হেফাজতে নেয়। নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানার চেষ্টা করলেও সম্ভব হয়নি। এরপর দুটি মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের উদ্যোগে এলাকায় মাইকিং করা হয়। এই মাইকিংয়ের কারণে আশেপাশের লোকজন অনেকেই লাশ দেখে গেলেও শনাক্ত করতে পারেননি। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলের দিকে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত দুজনের পরিচয় শনাক্ত হলে তারা বাবা-ছেলে কি না বোঝা যাবে বলেও জানান ছোটন শর্মা।