এফএনএস স্পোর্টস: এমার্জিং এশিয়া কাপে ধারাবাহিক রানে ছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম। এর উপহার হিসেবে জাতীয় জাতীয় দলে অভিষেক হয় তামিমের। এশিয়া কাপ থেকে নিয়মিত ওপেনার তামিম-লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলে যায় জুনিয়র তামিতের। তবে জাতীয় দলের শুরু হলো ডাক দিয়ে। ওপেনিংয়ে নেমে মহেশ থিকসানার বলে এলবিডাবিøউর শিকার হন তামিম। দুই বল খেলে ফেরেন সাজঘরে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করবে সাকিব আল হাসানের দল। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারতেœ, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।