দেবহাটা অফিস ॥ প্রত্যন্ত এলাকা আশাশুনির ডাসেরাটী গ্রাম। দূর্গম গ্রামটিতে যাতায়াতের অন্যতম মাধ্যম ইট বিছানো সড়ক। দুই দিকে ঘের তার মধ্যবর্তী স্থান দিয়ে চলেগেছে সড়কটি। লবনাক্ত পানি আর বর্ষা মৌসুমে সড়কটি ডুবে থাকায় প্রতি বছরই সংস্কার করে এলাকার সমাজকর্মীরা। বিশেষ করে দূর্গোৎসবের আয়োজনের পূর্বেই সড়কটি সংস্কার করা হয়। ডাসেরাটী রেঁনেসা ক্লাবের সভাপতি আশাশুনির কৃতি সন্তান সোনালী ব্যাংক ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) তপন কুমার মন্ডলের নেতৃত্বে শুরু হয়েছে সড়কটির সংস্কার কাজ আসছে দূর্গাপুজায় ঐতিহ্যবাহী ডাসেরাটীর সার্বজননীন দূর্গামন্দিরের আয়োজনে দূর্গোৎসব উদযাপনে দুর দুরান্ত হতে ভক্ত ও দর্শনার্থীদের সামান্য যেন অসুবিধা না হয়। মন্দির কমিটির সভাপতি তপন কুমার মন্ডলের সাথে সংস্কার কাজে অংশ নিচ্ছেন একই গ্রামের রমেশ চন্দ্র বিশ্বাস, কালিপদ মন্ডল, নির্মল কুমার মন্ডল, ভবেশ মন্ডল, সমরেশ সরকার, সুভাষ সরকার, বিনয় সরকার প্রমুখ।