শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডিআইজি ও বিএনপি নেতাদের নাম ব্যবহার করে শ্যামনগরে রেকর্ডীয় মালিকের মৎস্য ঘের দখল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ খুলনার ডিআইজি এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতাদের নাম ব্যবহার করে শ্যামনগরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ৩০ বিঘা চিংড়ি মাছের ঘের জোরপূর্বক দখল করে নিয়েছে। গত ১০ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীরা ঘেরটি দখল করে এবং পরে প্রকৃত মালিকদের নামে ১৪৫ ধারায় মামলা দায়ের করে জমি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, বিড়ালক্ষী মৌজার ১৬০ খতিয়ানের ৩৪, ৩৫, ৩৬, ৪১, ৪২, ২৬০, ২৬৫, ২৭০, ২৭১ এবং ২৭২ দাগের প্রায় ১০ একর জমিতে তার পরিবার শত বছরেরও বেশি সময় ধরে ধানসহ মৎস্য চাষ করে আসছে। একই এলাকার আক্কাজ গাজীর ছেলে মোস্তফা মিজানুর রহমানের পরামর্শে তার ছেলে মাকদুদ জাহান রানা, সুবাহান ঢালীর ছেলে আনারুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম সফিয়ার রহমানের নেতৃত্বে সাতক্ষীরা মুন্সিপাড়া গ্রামের মৃত এনতাজ ঢালীর ছেলে অহিদুল ও সুরাত ঢালীর ছেলে নাসির উদ্দিন, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের গোদাড়া গ্রামের শামছুর গাজীর ছেলে আফছার গাজী, তার ছেলে আবু রায়হান, রাহুল, মিলন, আছাদুলসহ প্রায় ৫০—৬০ জন সশস্ত্র সন্ত্রাসী এই মৎস্য ঘের জোরপূর্বক দখল করে নিয়ে তাদের নিয়ন্ত্রনে রেখেছে। সরেজমিনে গেলে রেকর্ডীয় জমির মালিক রফিকুল ইসলাম সাংবদিকদের বলেন, ভূমিদস্যুরা তার মাছের ঘের দখলে নেওয়ার পর শ্যামনগর থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল)—এর কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে, জমি দখল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগী দ্রুত তার জমি ফিরে পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com