স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল রবিবার বেলা ১১টায় সারা বাংলাদেশের ন্যায় ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের জেলা শাখার সভাপতি কাজল আক্তার ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এর নেতৃত্বে একটি রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ও মিডওয়াইফারি নার্সিং কলেজের সামনে এসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। ডিপ্লোমাকে ডিগ্রী সমমানের এক দফা দাবি, বি এন এম সি তে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও বকেড কর্মসূচি পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বি এন এম সির রেজিস্টারের পরোক্ষ মদদে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে তারা এ বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেছে। এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বৃষ্টি আচার্য, আবু সাঈদ, খালিদ হাসান, আয়েশা খাতুন সহ শিক্ষানবিশ ও ইন্টার্ন নার্সদের ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।