ডিসেম্বরের লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া
এফএনএস: বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনো একদিন যুক্তরাজ্যের লন্ডনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে গত বুধবার দুপুরে গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।