এফএনএস: সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে বাংলাদেশ রফতানি থেকে আয় করেছে ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৭২ শতাংশ বেশি। গতকাল বৃহস্পতিবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৯৩ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বর মাসে (২০২৪) তৈরি পোশাক (আরএমজি) থেকে রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ কোটি ৫ লাখ ডলারে। ২০২৩ সালে এ আয় ছিল ৩২১ কোটি ৪ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৮৯ কোটি ১৮ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১৬ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৮৭ কোটি ৮৭ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের (২০২৩) একই সময়ের তুলনায় কমেছে ১৮ দশমিক ০৬ শতাংশ। ইপিবির তথ্যানুযায়ী, ডিসেম্বরে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৯ লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ। ডিসেম্বরে রফতানি হয়েছে ১১ কোটি ৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ১৪ দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ১ লাখ ডলারে। উল্লেখ্য , চলতি ২০২৪—২৫ অর্থবছরের জুলাই—ডিসেম্বর মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮৪ শতাংশ বেশি।