ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ বিদ্যালয়ের সার্বিক বিষয় পরিদর্শণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. মনোয়ার হোসেন। বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে যান তিনি। এসময় তিনি বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শণ করে বিদ্যালয়ের পড়া-শুনার বিষয়সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. মনোয়ার হোসেনকে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ বিদ্যালয়ে ক্লাস রুম ঘুরে ঘুরে দেখান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. মনোয়ার হোসেন বিদ্যালয়ের সার্বিক বিষয় পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সকল শিক্ষকরামন্ডলী।