ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে অত্র স্কুলের প্রধান শিক্ষক ও ব্রহ্মরাজপুরের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে পিঠা উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: নুরুল ইসলাম বাবু ও মো: মোস্তাক আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, গ্রাম ডাক্তার মো: জিয়াউর রহমান জিয়া, মো: আক্তারুল ইসলাম, মো: জাহাঙ্গীর কবির প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কঙ্কণ কুমার, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, শুকুমার দাস, মো: হাবিবুর রহমানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। তারুণ্য পিঠা উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের স্টলে স্টলে সাজিয়ে রাখতে দেখা যায় বেশ কয়েক রকমের পিঠা। এসব পিঠার স্বাদ যেমন ভিন্ন, তেমনি নামও বৈচিত্যময়। এর মধ্যে চকলেট পাটিসাপটা, রাশিয়ান নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, খেজুর ফিন্নি ইত্যাদি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহকারি শিক্ষক ফায়জুল হক বাবু ও মো: মুকুল হোসেন।