ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার বিকালে অনূর্ধ্ব—১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজিত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১—১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে ৪—৩ গোলে ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে রুদাঘরা ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। অপর দিকে ভান্ডারপাড়া ইউনিয়ন মহিলা ফুটবল দল রংপুর ইউনিয়ন মহিলা দলকে ২—১ গোলে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কারের ট্রপি তুলে দেন। এসময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়েজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা কবির হোসেন,ক্রীড়া ব্যক্তিত্ব জামিল আকতার লেলিন প্রমুখ।