ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিমপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে বিকাশ প্রসাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ডুমুরিয়া পল্লি বিদ্যুৎ অফিস। গত ১৬ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানে জরিমানাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার ও মিটার জব্দ করা হয়। পরে ১৯ জানুয়ারী আবেদনের ভিত্তিতে সংযোগটি পুনরায় স্থাপনের পর অভিযুক্ত একই ব্যক্তি গত ২১ জানুয়ারী আইনের তোয়াক্কা না করে আবারও একই এলাকার রফিকুলের আবাসিক মিটার থেকে পুনরায় অবৈধ সাইড লাইন দ্বারা তার সেচের কাজ পরিচালনা করতে থাকে। ঘটনাস্থল ও পল্লি বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, শোভনার বিকাশ প্রসাদ দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ লাইন চালাচ্ছিলেন। এমন ঘটনার পর ওই এলাকার কৃষকেরা জানান, বিকাশ প্রসাদ তার অবৈধ সেচ মিটার দ্বারা কৃষকদের ধানে পানি দেওয়ার কথা বলে মোটা অংকের অগ্রিম টাকাও নিয়েছে। যে কারণে সে আইনের তোয়াক্কা না করে অবৈধ সাইড লাইন ব্যবহার করছে।এব্যপারে ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল অফিসার রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধ সংযোগ নিয়ে সেচ লাইন পরিচালনা করা হচ্ছে। আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি এবং ব্যবহৃত তার ও মিটার জব্দ করে বিকাশ প্রসাদকে আটক করে নিয়ে আসি। অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে নগদ অর্থদণ্ড এবং স্ট্যাম্পে এমন অপরাধ না করার শর্তে ছেড়ে দেই। তবে এমন ঘটনা পুনরায় ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নিবো এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।