শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

ডুমুরিয়ায় ঈদ উপলক্ষে ২৬ হাজার পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে ২৬ হাজার ১৩৬ পরিবারের মাঝে ২৬১.৩৬০ মে.টন চাল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসুচির আওতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে ‘ভিজিএফ’ এর চাল বিতরণ করা হয়। জানা যায়, ২০২৪—২৫ অর্থ বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৬ মার্চ তারিখ থেকে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে অতিদরিদ্র, দুস্থ ও অসহায় ২৬ হাজার ১৩৬ কার্ডধারী পরিবারকে ১০ কেজি হারে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সোমবার (২৪ মার্চ) শোভনা ইউনিয়নে ১৫০০ কার্ড ধারী পরিবারের মাঝে চাল বিতরণের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এরআগে ধামালিয়া ইউনিয়নে ২০৭৭, রঘুনাথপুরে ২১৪০, রুদাঘরায় ২০৮৬, খর্ণিয়ায় ১৭৯১, আটলিয়ায় ২৮৪৪, মাগুরাঘোনায় ১৯৮১, শোভনায় ১৫০০, শরাফপুরে ১৪৫৬, সাহসে ১৬২০, ভান্ডারপাড়ায় ১৫৬৮, ডুমুরিয়ায় ২৭১৫, রংপুরে ১১০০, গুটুদিয়ায় ২২৪৮ ও মাগুরখালী ইউনিয়নে ১০০০ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিন চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ডুমুরিয়া উপজেলায় ২৬ হাজার ১৩৬ টি কার্ডের বিপরীতে ২৬১.৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। ইউএনও মুহাম্মদ আল—আমিন জানিয়েছেন, হতদরিদ্র মানুষ যাতে উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন সেজন্য বিগত বছরের মতো এবারও সরকার ভিজিএফ’র চাল বরাদ্দ দিয়েছেন। এসব চাল বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য ট্যাগ অফিসারদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া তিনি নিজেও তদারকি করছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com