রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি কাহারও প্রতি ঈর্ষান্বিত হয়ে কাউকে প্রতিশোধ বা হিংসা করবে না। বিএনপি কে শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি আরও বলেন গণতান্ত্রিক উপায়ে দলের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, তৈয়বুর রহমান, শেখ আব্দুর রশিদ ও আতাউর রহমান। উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন আরিফুর রহমান, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, আবু সাঈদ, এনামুল হক, শেখ হাফিজুর রহমান, শেখ হেলাল উদ্দিন, মশিউর রহমান লিটন, মোল্লা মাহাবুর রহমান, অরুণ কুমার গোলদার, শেখ শাহিনুর রহমান, হাবিবুর রহমান হবি, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, অধ্যাপক হুমায়ুন কবির স্বপন, শাহিনুর আলম, আব্দুর রব আকুঞ্জি, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, এমএ সালাম, শাহাদাত হোসেন হালদার, আহম্মদ আলী ফকির, আরজিনা বেগম, হেমায়েত রশিদ খান, শেখ শফিকুল ইসলাম, ইকরামুল মোল্যা, শফিকুল ইসলাম খান, বীরেশ্বর মন্ডল, শহিদুল ইসলাম মোড়ল, ডাঃ আলমগীর হোসেন, হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com