ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় জমি—জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা—ভাইপোদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের ডুমুরিয়া ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে কুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টা—পাল্টি অভিযোগ করা হয়েছে। জানা যায়, উপজেলার কুখিয়া গ্রামে বসত ভিটার সম্পত্তি নিয়ে হামিদুল্লাহ শেখের সাথে তার ভাইপোদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ডুমুরিয়া হাসপাতালে ভর্তি আহত ফুরকান শেখ (৩৮) জানান, হামিদুল্লাহ চাচা আমাদের অংশের সম্পত্তির উপর টয়লেট নির্মাণ করছিল। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। শুক্রবার সকালে আকস্মিক ভাবে পুনরায় সেখানে কাজ শুরু করে। সেই কাজ দেখতে গেছিলো মেজ ভাই আবুজার শেখ (৩৫)। তখন প্রতিপক্ষ আমার চাচা হামিদুল্লাহসহ তার ছেলে সালমান শেখ ক্ষিপ্ত হয়ে আমার ভাই (হাসপাতালে ভর্তি) আবুজারকে বেধড়ক মারপিট করে। আমি ঠেকাতে গেলে চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথায় কোপ দেয়। পরে ছোট ভাই (হাসপাতালে ভর্তি) রমজান শেখকে (৩২) বেপোরোয়া মারপিট করে ওরা। এদিকে হামিদুল্লাহ শেখের কন্যা জান্নাতুল নাহিমা জানান, হামলায় আমার বাবা হামিদল্লাহ শেখ (৪৫) ও ভাই সালমান শেখ (২৮) গুরুতর আহত হয়েছে। তাদেরকে ডুমুরিয়া হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, কুখিয়ায় জায়গা—জমি সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।