শাহজাহান (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক বিভাগের পরিচালিত “ডিপ্লোমা ইন সফটওয়্যার এ্যাপ্লিকেশ’ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া ডিজিটাল পোস্ট অফিস চত্বরে খুলনা দক্ষিণ উপ—বিভাগের পোস্ট পরিদর্শক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ ফেরদৌস খান, ডুমুরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের খান, ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য খান আরিফুজ্জামান নয়ন প্রমুখ। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পোস্ট মাস্টার মেহেবুব নওশাদ ও সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্ত এস এম মাজেদুল ইসলাম।